ধনবাড়ীতে সরকারি কর্মকর্তাদের কর্মবিরতি পালন
ধনবাড়ী সংবাদদাতাঃ
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তারা মঙ্গলবার কর্মবিরতি পালন করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাকিয়া সুলতানার নেতৃত্বে প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসকসহ বিভিন্ন ফাংশনাল সার্ভিসের কর্মকর্তারা এ কর্মবিরতি পালন করেন। কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবীর, কৃষিবিদ জাকিয়া সুলতানা, ডা. শরমিন জাহান মিতু, পিআইও রাজীব আল রানা প্রমুখ।
বক্তরা বলেন, অষ্টম বেতন কাঠামোয় টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বহাল ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তাদের একই বেতন ও ইউএনওদের কর্তৃত্ব বাতিল দাবীতে তাদের এ আন্দোলন। এ দিকে আন্দোলনরত কর্মকর্তাদের যৌক্তিক দাবী মেনে নেয়ার দাবী জানিয়ে কর্মসূচী চলাকালে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমাদ।