ধনবাড়ীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

0 148

স্টাফ রিপোর্টার, ধনবাড়ী ॥
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমাবার (২৩ ডিসেম্বর) থেকে স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
ধনবাড়ী সরকারী নওয়াব ইনস্টিটিউশন মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা। উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন নাহার লিনা, মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, সাকিনা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান খসরু প্রমূখ।
ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষ প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ