ধনবাড়ীতে মেয়রসহ বাতিল প্রার্থীদের আপিল শুনানী আজ জেলা প্রশাসক কার্যালয়ে
ধনবাড়ী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচনে ৫ ও ৬ ডিসেম্বর রির্টানিং অফিসার ও ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইকালে বাদ পড়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের প্রার্থীতা ফিরে পেতে ৭ ডিসেম্বর আপিল কর্তৃপক্ষ জেলা প্রশাসক বরাবর আপিল দায়ের করেন।
তাদের প্রার্থীতা ফিরে পাবার ব্যাপারে ১১ ডিসেম্বর শুক্রবার বেলা ৩টার সময় জেলা প্রশাসক কার্যলয়ে শুনানী হবে। শুনানীতে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এসএমএ ছোবহানসহ ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৬ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী জেলা প্রশাসক স্বাক্ষরিত নোটিশ বৃহস্পতিবার পেয়েছেন বলে টিনিউজকে জানিয়েছেন।