ধনবাড়ীতে মা ও শিশু হাসপাতাল উদ্বোধন
ধনবাড়ী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ধনবাড়ী পৌর শহরের তেঁতুলিয়ায় মা ও শিশু হাসপাতাল (প্রাঃ) এর উদ্বোধন হয়েছে। বুধবার (৭ ফেব্রয়ারি) সকালে এ হাসপাতালের উদ্বোধন করেন মা ও শিশু হাসপাতালের (প্রাঃ) চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিশু স্বাস্থ্য ও কমিউনিটি মেডিসেন বিশেষজ্ঞ ডাঃ শফি উদ্দিন, গাইনী ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডাঃ আব্দুর রহিম, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ধনবাড়ী শাখার সভাপতি আব্দুল্লাহ আবু এহসান খোকন প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, হাসপাতাল একটি মহৎ সেবামূলক প্রতিষ্ঠান। এলাকার সাধারণ জনগণের পাশাপাশি দুস্থ মা ও অসহায় শিশুদের জন্য এ হাসপাতালে আধুনিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মা ও শিশু হাসপাতাল উদ্বোধনকালে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ধনবাড়ী বাসষ্ট্যান্ড মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান।