ধনবাড়ীতে বোরো ধানের শস্য কর্তন

207

ধনবাড়ী সংবাদদাতা ॥
টাঙ্গাইলের ধনবাড়ীতে জিংক পুষ্টি সমৃদ্ধ ব্রি-১০০ (বঙ্গবন্ধু ধান) জাতের নমুনা শস্য কর্তন করা হয়েছে। সোমবার (৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার মুশুদ্দি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের নয়েজ উদ্দিনের জমির নমুনা শস্য কর্তন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাসেদুল হাসান, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, উপ-সহকরি কৃষি কর্মকর্তা ফরিদ আহমেদ, ওয়াহেদ আলী, অমিনা খাতুন, ওয়ার্ড আ’লীগ সভাপতি বদিআর রহমান, কৃষক জয়নাল আবেদিন প্রমুখ।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে জিংক সমৃদ্ধ, স্বল্প আয়ূকাল ও উচ্চ ফলনশীল এ ধান উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। যা ব্রি-২৮ ধানের পরিবর্তে চাষ করা যাবে। বিঘা প্রতি শুকনো ফলন ২০ মণ। চাল মাঝারি চিকন ও সাদা। এতে কৃষকরা আরও লাভবান হতে পাবে। চলতি বোরো মৌসুমে এবার ১০ হাজার ২৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান চাষ করেছে কৃষকরা জানায় কৃষি বিভাগ।
কৃষক নয়েজ উদ্দিন টিনিউজকে বলেন, ‘কৃষি বিভাগের পরামর্শেই এ ধান চাষ করেছি। অন্য ধানের তুলনায় রোগ-বালাই সবচেয়ে কম। ফলন অনেক ভালো। এ জাতের ধান চাষ করলে কৃষরা লাভবান হবে।’

Comments are closed.

ব্রেকিং নিউজঃ