ধনবাড়ীতে বিনামূল্যে চাল ও শুকনো খাবার বিতরণ
স্টাফ রিপোর্টার, ধনবাড়ী ॥
টাঙ্গাইলের ধনবাড়ীতে করোনার প্রভাবে কর্মহীন ৭০ জন দরিদ্র পরিবারের মাঝে চাল, ডালসহ শুকনো খাবরের প্যাকেট বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) ধনবাড়ী পৌরসভা কার্যালয় থেকে ৭০ জন দরিদ্র পরিবারের মাঝে জিআরের চাল, ডালসহ শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা ও টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের ২৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপটেন মেহেদী হাসান আসিক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার ওসি চাঁন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তাবয়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান সুমন, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, সুরুজ্জামান মিন্টু, মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আবু এহসান, ইউনুস প্রমূখ।
উক্ত চাল, ডালসহ শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা সকলকে ধৈর্য্য, সহনশীলতা ও সচেতনতার মাধ্যমে করোনা সংক্রান্ত এ পরিস্থিতি মোকাবেলা করার জন্য আহবান জানিয়ে তিনি বলেন, সরকার ও প্রশাসন সব সময় জনগণের পাশে থাকবে।