ধনবাড়ীতে বিএনপি’র মানববন্ধন

0 159

ধনবাড়ী সংবাদদাতাঃ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবীতে টাঙ্গাইলের ধনবাড়ীতে সোমবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার চৌরাস্তা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে বিএনপি’র চালাষ চৌরাস্তা দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধনবাড়ী পৌর বিএনপির আহবায়ক এসএমএ ছোবহানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ, মো. এনামুল হক, মো. কামাল হোসেন তালুকদার মিন্টু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হাফেজ মো. খায়রুল ইসলাম, উপজেলা ছাত্র দলের আহবায়ক শাহরিয়ার সুমন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হারুন ফকির প্রমূখ।
মানববন্ধন ও আলোচনা সভায় ধনবাড়ী উপজেলা বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকার্মীরা অংশ গ্রহণ করে।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ