ধনবাড়ীতে বাল্যবিয়েকে লালকার্ড প্রদর্শন ৫ হাজার শিক্ষার্থীর

0 146

ধনবাড়ী প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে বাল্যবিবাহ প্রতিররোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে লালকার্ড প্রদর্শন, র‌্যালী, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন আয়োজিত ধনবাড়ী ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ৫ হাজার শিক্ষার্থী বাল্যবিয়েকে না বলে লালকার্ড প্রদর্শন ও শপথ বাক্য পাঠ করেন। “ছেলেদের একুশ, মেয়েদের আঠারো এর আগে নয় বিয়ে কারো” এ শ্লোগানকে ধারণ করে বাল্যবিয়েকে লালকার্ড দেখানো শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার অরিফা সিদ্দিকার সভাপতিত্বে ব্যত্রিক্রমধর্মী এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ। আন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তার, ধনবাড়ী প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, ইউপি চেয়ারম্যান আকবর হোসেন, ভাইঘাট আইডিয়াল কলেজের অধক্ষ্য আ. রহিম, ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, শিক্ষার্থী তাহমিনা সুলতানা, মোবারক হোসেন প্রমুখ।
বক্তরা বলেন বাল্যবিবাহ প্রতিরোধ ও বন্ধে মানসম্পন্ন শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক্ষেত্রে মেয়েদের শিক্ষার উপর বেশি জোর দিতে হবে। একই সঙ্গে মেয়েদের সামাজিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ