ধনবাড়ীতে বংশাই গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ধনবাড়ী প্রতিনিধি ঃ টাঙ্গাইলের ধনবাড়ী ভাইঘাট স্পোটিং ক্লাবের উদ্যোগে ৫ম বংশাই গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ আগষ্ট) বিকালে ভাউঘাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় গাছাবাড়ী ফুটবল একাদশ ১-০ গোলে মধুপুর আদালত পাড়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ধোপাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আকবর হোসেনের সভাপতিত্বে আয়োজিত টুর্ণামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্য মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হারুনার রশিদ হীরা, মধুপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর গফুর মন্টু, অধ্যক্ষ মোঃ আব্দুর রহিম, মোঃ সাদিকুল ইসলাম আমিন, বিধান কৃষ্ণ চৌধুরী, আফসার আলী, মোঃ সুরুজ্জামান, শাহজাহান আলী প্রমুখ।