ধনবাড়ীতে প্রশ্ন ফাঁসের অভিযোগে যুবকের দুই বছরের কারাদন্ড

0 153

ধনবাড়ী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ধনবাড়ীতে চলতি এসএসসি পরিক্ষার রোববার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ (ইমুর) মাধ্যমে ফাঁসের অভিযোগে আল-আমিন (২১) নামে এক যুবককে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শামীম হুসাইন টিনিউজকে জানান, রোববার (১১ ফেব্রয়ারি) চলতি এসএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যম (ইমুতে) প্রশ্ন ফাঁসের অভিযোগে স্থানীয় নওয়াব ইনস্টিটিউশন পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাবলিক পরীক্ষাসমূহ আইন ১৯৮০ এর ৯ ধারা লংঘনের অপরাধে তাকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। প্রশ্ন ফাঁসকারী আল-আমিন ধনবাড়ী উপজেলার ইসপিঞ্জারপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ