ধনবাড়ীতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

0 181

ধনবাড়ী সংবাদদাতা ॥
টাঙ্গাইলের ধনবাড়ীর বলিভদ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহারা আক্তার নানা অনিয়ম দূর্নীতি করায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ অভিভাবকরা মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় এক যুগ যাবত বদলিহীনভাবে চাকরী করে আসছে। বিদ্যালয়ের নামে নানা অনিয়ম, দুর্নীতি ও ছাত্রছাত্রীসহ অভিভাবকদের সাথে খারাপ আচারণ করে আসছে। এ সময় বক্তারা মানববন্ধনে বলিভদ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার দ্রুত বদলীর দাবী করে বলেন, যদি প্রশাসন তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আগামী দিনে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাবেয়ার ব্যবহৃত মুঠোফোনে বারবার কথা বলার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য, গত (২০ ফেব্রুয়ারী) বিদ্যালয়ের সকল শিক্ষার্থী অভিভাবকসহ এলাকাবাসীর পক্ষে সাবেক মেম্বার নূরুল আমিন রাঙ্গা টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধনবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ