ধনবাড়ীতে পুকুরে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের ধনবাড়ীতে পুকুরে ডুবে যমজ দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চার বছরের সবুজ ও সাথী নামের মৃত ওই সহোদর উপজেলার পাইস্কা ইউনিয়নের দড়িচন্দ্রবাড়ী উত্তরপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের সন্তান। মঙ্গলবার বেলা ১২টার দিকে বাড়ির পাশের পুকুরে ডুবে যমজ সহোদরের মর্মান্তিক এ মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সবুজ ও সাথী এক সাথে খেলতে গিয়ে এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। খোঁজ না পেয়ে পরে স্বজনরা তাদের পুকুরে ভাসতে দেখে। মৃত অবস্থায় যমজ ভাই-বোনকে পুকুর থেকে উদ্ধার করা হয়। এ হৃদয়বিদারক দৃশ্যে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।