ধনবাড়ীতে নারী উন্নয়ন ফোরামের কর্মশালা
স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের ধনবাড়ীতে নারী উন্নয়ন ফোরামের সক্ষমতা বৃদ্ধি মূলক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি শিরিন রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনছার আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, পারুল আক্তার চিনি, লাইলী বেগম প্রমুখ।
উপজেলা গভর্নেন্স প্রজেক্ট (ইউজেডজিপি) স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে ধনবাড়ী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। উক্ত কর্মশালায় উপজেলা পরিষদের নারী সদস্য, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার, পৌরসভার মহিলা কাউন্সিলর ও বিভিন্ন সংগঠনের নারী নেত্রীগণ উপস্থিত ছিলেন।