ধনবাড়ীতে ধানের খড়ের পালাতে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

0 129

স্টাফ রিপোর্টার, ধনবাড়ী ॥
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের বন্ধচরপাড়া গ্রামে অগ্নিকান্ডে ২৪/২৫ বিঘা জমির ধান ক্ষেতের খড়ের পালাতে আগুন ধরিয়ে দিয়ে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে দুবৃত্তরা। টানা এক ঘন্টা চেষ্টা চালিয়ে ধনবাড়ী ফায়ার সর্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (২০ জানুয়ারি) রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও খড়ের মালিক আব্দুস সাত্তার টিনিউজকে জানায়, কে বা কারা পূর্বশত্রুতার জের ধরে আমার ২৪/২৫ বিঘা জমির ধান ক্ষেতের খড়ের পালাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় রাস্তার পথচারীরা আগুন দেখতে পেয়ে ডাকাডাকি করলে আমরা দেখতে পারি। এতে আমার প্রায় অর্ধলক্ষাধিক টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগেও গত বছর আমার খড়ের পালাতে একইভাবে পূর্বশত্রুতার জের ধরে কে বা কারা আগুন ধরিয়ে দেয়।
ধনবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ টিনিউজকে জানায়, দ্রুত সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌছে ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ