ধনবাড়ীতে দুস্থ মহিলাদের সেলাই প্রশিক্ষণ
ধনবাড়ী সংবাদদাতাঃ
টাঙ্গাইলের ধনবাড়ীতে দুস্থ মহিলাদের ২০ দিনব্যাপি সেলাই প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধন করেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পে পরিচালক (যুগ্ম সচিব) মো. মহসিন। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) এর সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা রিনির সভাপতিত্বে জাইকা প্রতিনিধি ইশরাত জাহানের উপস্থাপনায় উদ্বোধনী সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জাইকার এক্সপার্ট মো. সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাকিয়া সুলতানা, উপজেলা প্রকৌশলী হুমায়ূন কবীব, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা, হাসান তালুকদার, সাংবাদিক আব্দুল্লাহ আবু এহসান প্রমূখ।
এ সেলাই প্রশিক্ষণে উপজেলার ১৫ জন সুস্থ মহিলা অংশ গ্রহণ করেন।