ধনবাড়ীতে দুই স্ত্রীর যন্ত্রণা সইতে না পেরে স্বামীর আত্মহত্যা
স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাতে দুই স্ত্রীর যন্ত্রণায় অসহ্য হয়ে স্বামী আব্দুল কদ্দুস (৪৫)নামের এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার ধোপাখালী ইউনিয়নের মঠবাড়ী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। মঙ্গলবার পুলিশ বাড়ির পাশের পেয়ারা গাছে ঝুলন্ত অবস্থা থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, সোমবার দিবাগত মধ্য রাতে দুই স্ত্রীর যন্ত্রণায় কাতর আব্দুল কদ্দুছ (৪৫) ঘর থেকে রাগ করে বেরিয়ে যায়। অনেক সময় কেটে গেলেও ফিরে না আসায় স্বজনরা অনেক খোঁজাখুজি করে। পরদিন সকালে বাড়ির পেছনের পেয়ারা গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে কদ্দুছের ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এতে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।