ধনবাড়ীতে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

0 153

হাফিজুর রহমান, ধনবাড়ী ॥
টাঙ্গাইলের ধনবাড়ীতে চালাষ মধ্যপাড়া স্পোর্টস একাডেমীর আয়োজনে করোনার পার্দুভাবে কর্মহীন ধনবাড়ী পৌর শহরের ৪ শতাধিক অসহায় ছিন্নমূল হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, সাবান, পেয়াজ ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) চালাষ মধ্যপাড়া স্পোর্টস একাডেমীর কার্যালয়ের সামনে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে তৃতীয়বারের মতো শতাধিক দরিদ্র পরিবারের মাঝে পুর্তগাল প্রবাসী রহমত উল্ল্যাহ নয়নের আর্থিক সহযোগহীতায় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ধনবাড়ী পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চালাষ মধ্যপাড়া স্পোর্টস একাডেমীর উপদেষ্টা শাহ আলম হক, আনোয়ার হোসেন মিন্টু, আব্দুল মজিদ, মোজাম্মেল হক, ধনবাড়ী সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, চালাষ মধ্যপাড়া স্পোর্টস একাডেমীর সভাপতি রফিকুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমূখ।
চালাষ মধ্যপাড়া স্পোর্টস একাডেমীর উপদেষ্টা শাহ আলম হক টিনিউজকে জানান, করোনা একটি মরণধাতী সমস্যা। করোনার কারণে আমাদের দেশের অনেক অসহায় হতদরিদ্র মানুষ কষ্টে দিনপাত করছেন। আমরা আমাদের সামান্য প্রয়াসের এই সহযোগীতা করে যাচ্ছি। আগামী দিনেও আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ