ধনবাড়ীতে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

0 153

ধনবাড়ী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) ধনবাড়ী উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বেলাল।
উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা রিনির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য বদিউল আলম মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তোফাজ্জল হোসেন, যদুনাথপুর ইউপি চেয়ারম্যান মীর ফিরোজ আহম্মেদ, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী প্রমূখ।
কৃসি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের উপস্থানায় উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জাকিয়া সুলতানা।
মেলায় প্রায় অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারার স্টল রসেছে।

 

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ