ধনবাড়ীতে ড. রাজ্জাকের সহধর্মিণীর গণসংযোগ
ধনবাড়ী প্রতিনিধি ॥
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের আওয়ামী লীগের প্রার্থী সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের পক্ষে তার সহধর্মিণী শিরিনা আক্তার ভানু গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার বিকালে (২৭ ডিসেম্বর) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি দক্ষিণপাড়া গ্রামে গণসংযোগ, লিফলেট বিতরণ ও সভা সমাবেশ করে নৌকায় ভোট চান।
গণসংযোগকালে ড. রাজ্জাকের সহধর্মিণী ঢাকা আবুজার গিফারী কলেজের অধ্যক্ষ শিরিনা আক্তার ভানু মুশুদ্দি দক্ষিণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মুশুদ্দি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শান্তি হলো উন্নয়নের পূর্ব শর্ত। উন্নয়ন ও শান্তি বজায় রাখতে চাইলে শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। আর এ ধারাবাহিকতা রক্ষা করতে চাইলে দলমত নির্বিশেষে আবারও নৌকায় ভোট দিতে হবে। গণসংযোগে উপস্থিত এলাকার জনগণের উদ্দ্যেশে বলেন, আমার স্বামী বীর মুক্তিযোদ্ধা ড. রাজ্জাকের প্রতি আপনাদের এতো ভালোবাসা দেখে আমি আনন্দিত ও অভিভূত।
খন্দকার ছানোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড. আব্দুর রাজ্জাক এমপির বড় ছেলে রেজুয়ান শাহ্রিয়ার সুমিত, মুশুদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আনছার আলী, যুগ্ম-আহবায়ক ছোহরাব আলী মাষ্টার, উখারিয়াবাড়ী কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান, খন্দকার খোরশেদ আলম মিরু, খন্দকার রুমেল, ধনবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বকল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি খন্দকার রিপন, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান ফটু প্রমূখ।