ধনবাড়ীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন
টাঙ্গাইলের ধনবাড়ীতে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও আনুষ্ঠানিকভাবে ইঁদুর মেরে বৃহস্পতিবার দুপুওে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মীর ফারুক আহমাদ ফরিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাকিয়া সুলতানা।
সুজন দেবনাথের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনছার আলী, ইউপি চেয়ারম্যান হযরত আলী, রফিকুল ইসলাম তালুকদার ফটিক, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. এজেএম সালাউদ্দিন, সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন, উপ-সহকারী কৃষি অফিসার দেলোয়ার হোসেন প্রমূখ।
পরে জীবন্ত ইঁদুর মেরে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ।