ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের প্রতিবাদে স্মারকলিপি প্রদান
ধনবাড়ী উপজেলা পরিষদে হস্তান্তরিত উপজেলা প্রশাসনে ১৭টি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায় ইউএনও এর স্বাক্ষর প্রদানের বিষয় স্থানীয় এমপি সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের নিকট প্রতিবাদ স্মারকলিপি প্রদান করেন।
মঙ্গলবার বিকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাকিয়া সুলতানার নেতৃত্বে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপজেলা পরিষদে হস্তান্তরিত দপ্তর সমূহের কর্মকর্তা-কর্মচারীগণের বেতন-ভাতাদি বিলে ইউএনও এর স্বাক্ষর প্রদানের সিদ্ধান্ত বাতিল ও প্রক্রিয়া স্থগিত এবং স্ব-স্ব ক্যাডারের সর্বোচ্চ পদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ পদে স্ব-স্ব কর্মকর্তার পদায়ন নিশ্চিত করার দাবী সম্বলিত স্মারক লিপি স্থানীয় এমপির নিকট প্রদান করেন।