ধনবাড়িতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

0 212

fileধনবাড়ি সংবাদদাতাঃ

টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ি উপজেলার নল্যা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো ধনবাড়ি উপজেলার বন্দর টাকুরিয়া গ্রামের  মিন্টু (৩০) ও লালন (২৫)।

ধনবাড়ি থানার ওসি মুজিবর রহমান জানান,মিন্টু ও লালন মোটর সাইকেলযোগে জামালপুর থেকে  ধনবাড়ি আসছিলেন। সন্ধার দিকে মহা সড়কের নল্যা এলাকায় তারা পৌছলে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মিন্টু ঘটনাস্থলেই এবং লালন ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়্।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ