ধনবাড়ীতে মদ খেয়ে মাতলামি করায় এক যুবককে পুলিশে দিল জনতা
ধনবাড়ী প্রতিনিধি ॥
মদ্যপান করে মাতলামির অভিযোগে ধনবাড়ীর চিহ্নিত মাদকাসক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আভিযুক্ত মাদকাসক্ত তানজিল চৌধুরীকে মঙ্গলবার (২৩ মে) আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করেছে ধনবাড়ী থানা পুলিশ। তানজিল চৌধুরী বানিয়াজান গ্রামের বাসিন্দা ও বীরতারা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যানের সহযোগি।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২২ মে) রাতে ধনবাড়ী ডাচ্ বাংলা ব্যাংকের সামনে মদ খেয়ে মাতলামি করছিল তানজিল (৩৮) নামের এক মাদকাসক্ত। স্থানীয় জনতারা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। একই রাতে মাদক মাদক মামলার আসামি নাসিম তরফদার, ওয়ারেন্টভুক্ত আসামি শিশির রহমান ও রাশেদুল হাসান নামে তিন ব্যক্তিকে আটক করে থানা-পুলিশ জেল হাজতে প্রেরণ করে। ধানবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী এর সত্যতা নিশ্চিত করেন।