ধনবাড়ীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

154

স্টাফ রিপোর্টার ॥
কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, ২০১৪-১৮ সালের মতো আর কোনো দেশে নির্বাচন হতে দেওয়া হবে না। এই অবৈধ সরকার আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে আটকে রেখেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়েছে ক্যাঙ্গারুকোর্ট। আমরা বলতে চাই, বর্তমানে দেশে গণতন্ত্র নেই। সরকারকে সরিয়ে নির্দলীয় সকারের অধীনে নির্বাচন ও ভোটাধিকার ফিরিয়ে আনাসহ দেশে পুন:গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।




গত ১২ জুলাই ঢাকা বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে টাঙ্গাইলের গোপালপুরে নগদা শিমলা বাজারে ধনবাড়ী উপজেলা বিএনপি, ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের উপর অতর্কিত হামলার ঘটনায় বুধবার (১৯ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।




দেশে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকান্ড, নজিরবিহীন দুর্নীতিসহ নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন আরও বলেন, গত ১২ জুলাই ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা বাজারে আওয়ামী ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী বাহিনীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে ধনবাড়ী উপজেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলের ১৩ নেতাকর্মী আহত করে। হামলার তীব্র প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করছি।




ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল ভিপি এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনের যৌথ সঞ্চালনায় অতিথি ছিলেন- জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের আহবায়ক দূর্জয় হোর শুভ, সদস্য সচিব এম.এ বাতেন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকের হোসেন সরকার, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এসএম এ সোবহান জিএস প্রমুখ।




প্রসঙ্গত, গত ১২ জুলাই বিভাগীয় সমাবেশে অংশ নেওয়ার জন্য ঢাকা যাওয়ার পথে রাত ২ টার দিকে টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা বাজার এলাকায় মাইক্রোবাসের গতিরোধ ভাঙচুর ও দুর্বৃত্তদের হাতে হামলার শিকার হন ধনবাড়ী উপজেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলের ১২ থেকে ১৩জন নেতাকর্মী। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়। এই হামলার ঘটনায় আওয়ামী ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে বলে দাবি করেন ধনবাড়ী উপজেলা বিএনপি।