ধনবাড়ি ও সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

172

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ধনবাড়ি ও সখীপুর উপজেলাতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। রোববার (২৫ জুন) দুপুরে ধনবাড়ি উপজেলার বীরতারা ইউনিয়নের গুদুরমোড় এবং সকালে সখীপুর উপজেলার মুক্তার ফোয়ারা চত্বর এলাকায় এ দুর্ঘটনা দুইটি ঘটেছে।
নিহতরা হলো- ধনবাড়ি উপজেলার পাচনখালী গ্রামের মিজানুর রহমানের ছেলে রিফাত (১৪), মৃত আয়নাল হকের ছেলে অন্তর আলী (১৬) ও সখীপুর উপজেলার বোয়ালী এলাকার সুমেজ উদ্দীনের ছেলে হারুন দেওয়ান (৩৫)।
ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন টিনিউজকে জানায়, উপজেলার বীরতারা ইউনিয়নের পাচনখালী গ্রামের মিজানুর রহমানের ছেলে রিফাত (১৪), মৃত আয়নাল হকের ছেলে অন্তর আলী (১৬) অন্যান্য দিনের মতো এদিন দুপুর সাড়ে ১২টার দিকে বীরতারা ইউনিয়নের গুদুরমোড় সড়কে মোটরসাইকেল রেস প্রতিযোগিতা করে। ওই কিশোর দু’জন মোটরসাইকেল রেস দেওয়ার সময় অতিরিক্ত গতি থাকার কারণে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুইজনের লাশ মর্গে প্রেরণের পর সুরুতহাল করে আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।




এদিকে টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় হারুন দেওয়ান (৩৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। রোববার (২৫ জুন) সকালে পৌর শহরের মুখতার ফোয়ারা চত্বরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ট্রাকসহ ট্রাকের চালক জাহিদ হাসানকে (৩০) থানায় সোপর্দ করেন। এ বিষয়টি টিনিউজকে নিশ্চিত করেছেন সখীপুর থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম। নিহত অটোরিকশা চালক হারুন দেওয়ান বোয়ালী দক্ষিণপাড়া গ্রামের সোমেদ আলীর ছেলে। ঘাতক ট্রাকচালক জাহিদ হাসান কুষ্টিয়ার মিরপুর থানার নওদা খাদিমপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার (২৫ জুন) সকালে সখীপুর মুখতার ফোয়ারা চত্বরে নিজের সিএনজিচালিত অটোরিকশার কাছে চালক হারুন দেওয়ান দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকা থেকে সাগরদীঘিগামী দ্রুত গতির একটি ট্রাক হারুনকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার উপপরিদর্শক নজরুল ইসলাম টিনিউজকে জানান, ট্রাক ও চালককে থানা হেফাজতে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।