দেশকে এগিয়ে নিতে হলে নিজস্ব সংস্কৃতিকে মূল্য দিতে হবে- ডিসি

150

জাহিদ হাসান, সখীপুর ॥
প্রবন্ধের ওপর সমৃদ্ধ আলোচনা থেকে আমরা এই অঞ্চলের নারীর সংযোগ সম্পর্কে জানতে পেরেছি। একটি গাছ যতদিন জীবিত থাকবে,যতদিন প্রাণবন্ত থাকবে, যতদিন তার শেকড় মজবুত থাকবে, মাটির নীচে যতোদিন আমরা ভালো রাখতে পারবো, ততোদিন আমরা মাটির উপরে ভালো থাকতে পারবো। সাহিত্য ও সংস্কৃতি আমাদের মাটির নীচের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। শুক্রবার (২৮ জুলাই) সকালে সখীপুর উপজেলা প্রশাসন আয়োজিত দুই দিনব্যাপী সাহিত্য মেলার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।




তিনি বলেন, একটি দেশকে উন্নত করতে হলে সেই দেশের নিজস্ব সাহিত্য সংস্কৃতিকে মূল্য দিতে হবে। নিজস্ব সংস্কৃতিকে মূল্য না দিলে কোন দেশ এগোতে পারে না। আমাদের নিজস্ব শিল্প সাহিত্য সংস্কৃতিকে হৃদয়ে লালন করার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প ও সাহিত্য সংস্কৃতি রাজনীতি অর্থনীতি নিয়ে যে নির্দেশনা দিয়ে গেছেন সেই নির্দেশনা মেনে আমরা এখনো পথ চলছি। যতদিন আমরা বঙ্গবন্ধুর নির্দেশনা মেনে পথে চলতে পারব ততোদিন পথ হারাবে না বাংলাদেশ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চর্যাপদ গবেষক প্রিন্সিপাল আলী মাহমুদ।




উপজেলা নির্বাহী স্যার ফারজানা আলমের সভাপতিত্বে প্রবন্ধের উপর অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বীর মুক্তিযোদ্ধা এম ও গণি, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, অধ্যাপক আবদুল আলীম মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআরডিবির চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন।
পরে জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ করেন এবং উপজেলা পাবলিক লাইব্রেরি ও আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।