দেলদুয়ার সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা

202

দেলদুয়ার সংবাদদাতা ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেলদুয়ার সদর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দেলদুয়ার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বাবলু। সভায় ২০১৯-২০ অর্থ বছরের খসড়া বাজেট পড়ে শুনান পরিষদের সচিব শামসুন নাহার। খসড়া বাজেটে সম্ভাব্য আয় দেখানো হয়েছে এক কোটি ১০ লাখ ২১ হাজার ৪০০ এবং ব্যয় দেখানো হয়েছে এক কোটি ১০ লাখ। সার্বিক বাজেট উদ্বৃত্ত ২১ হাজার ৪০০। দেলদুয়ার উপজেলা প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক অপু তালুকদার শিপলু, আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম সেন্টু, যুবলীগ নেতা মনির হোসেনসহ সকল ইউপি সদস্য এ সময় উপস্থিত ছিলেন।