দেলদুয়ার উপজেলার নেতা-কর্মীদের সাথে জেলা আ’লীগের সম্পাদকের শুভেচ্ছা বিনিময়
টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সাধারন সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের দেলদুয়ার উপজেলা অাওয়ামীলগের নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি শনিবার দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপস্থিত হলে নেতা-কর্মীরা তাকে ফুলের তোরা উপহার দেন। এসময় তিনি নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং জেলা আওয়ামীলীগের সম্মেলনে সাধারন সম্পাদক পদে তাকে সমর্থন দেয়ায় দেলদুয়ার উপজেলার সকল কাউন্সিলর,ডেলিগেট ও সর্বস্তরের নেতা-কর্মীদের ধন্যবাদ জানান।
একইসাথে তিনি টাঙ্গাইল জেলা আওয়ামীলীগকে সুসংগঠিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার ফজলুল হক,সাধারন সম্পাদক লায়ন এম শিবলী সাদিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।