দেলদুয়ারে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আহত

237

1441552594স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামে সন্ত্রাসী হামলায় কায়সার মিয়া (৩৭) নামে এক ব্যবসায়ী আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তিনি ওই গ্রামের শামছুল হক গেদা মিয়ার ছেলে।
জানা গেছে, নাসির গ্রুপ কোম্পানির মাটি ভরাটের কাজ পায় মাটি ব্যবসায়ী কায়সার। ওই ঠিকাদারি কাজ নিয়ে ব্যবসায়ী কায়সারের সাথে অন্য ঠিকাদারদের বিরোধ চলছিল। শনিবার বিকালে ব্যবসায়ী কায়সার মির্জাপুরের মহেড়া রেলক্রসিং এর দিকে হাটতে বেড় হলে ১০-১২ জনের একদল সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে এলোপাতারি কুপিয়ে ক্ষতবিক্ষত করে মৃত ভেবে চলে যায়। পরে স্থানীয়রা মুমুর্ষূ অবস্থায় তাকে মির্জাপুর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) এসএম তুহীন আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে থানায় কোন মামলা দায়ের করা হয়নি বলেও জানান ওই কর্মকর্তা।