দেলদুয়ারে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত
দেলদুয়ার প্রতিনিধি//
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারী) দিনব্যাপী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের উদ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলী।
উপজেলা ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা আক্তার, সদর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান খান, প্রকল্প পরিচালক রাশেদুল ইসলামসহ সকল স্কুল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা।
Comments are closed.