দেলদুয়ারে তথ্য অধিকার আইন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
তথ্য কমিশন ঢাকার সহযোগিতায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৬ নভেম্বর) বিকেলে তথ্য অধিকার আইন সংক্রান্ত জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দেলদুয়ার উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের কমিশনার নেপাল চন্দ্র সরকার। দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, তথ্য কমিশনের সচিব সদর উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম ফেরদৌস আলম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার ফজলুল হক প্রমুখ।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ সকল পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।