দেলদুয়ারে চং উড়াতে গিয়ে প্রান গেলো কিশোরের

301

স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের দেলদুয়ারে গাছে আটকে যাওয়া চং (ঘুড়ি) পারতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে সজীব (১৪)  নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার আটিয়া ইউনিয়নের

হিংগানগর বড়বাড়ী গ্রামের সোহেল রানার ছেলে।মৃত সজীব স্থানীয় এম এ করিম উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেনীতে অধ্যয়নরত ছিল। রোববার (৫ জুলাই) বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে।

আটিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক জানান, রোববার (৫ জুলাই) কিশোর সজীব স্থানীয় মাঠে চং (ঘুড়ি) উড়াচ্ছিল। তার চংটি একটি গাছে আটেকে যায়। সে চংটি পাড়তে গাছে উঠলে গাছের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারের সংর্স্পশে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গ্রামবাসী পল্লী বিদ্যুৎ অফিসে খবর দিলে অফিস থেকে সঞ্চলন লাইন বন্ধ করলে স্থানীয়রা গাছ থেকে সজীবকে মৃত অবস্থায় নামিয়ে আনে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।