দেলদুয়ারে গৃহবধুর মিথ্যা ধর্ষণ মামলা ॥ উল্টো মামলা খেলেন ভুয়া ধর্ষিতা
আদালত সংবাদদাতা ॥
মাত্র এক হাজার টাকার পাওনা ছিলো। আর তা চাইতে যাওয়াই যেন কাল হলো টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আলী হোসেনের। আসামি হলেন নিজ ভাড়াটিয়ার ধর্ষণ মামলার। সোমবার (২৮ ডিসেম্বর) হাইকোর্টে এসে কথিত ভুক্তভোগী নারী রুম্পা জানান, মামলাটি ছিলো মিথ্যা। তবুও আপস করেছেন ২৫ হাজার টাকায়। সব শুনে রুম্পার বিরুদ্ধে উল্টো মামলা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার রুম্পা বেগম গত (২৬ অক্টোবর) স্থানীয় মুদি দোকানদার আলী হোসেনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ মামলা দায়েরের পর থেকেই আলী হোসেনের স্থান হয় জেলহাজতে।
সোমবার (২৮ ডিসেম্বর) হাইকোর্টে জামিন শুনানি হয় আলী হোসেনের। এ সময় রুম্পা বেগম জানান, গত (৮ ডিসেম্বর) সমঝোতা হয়েছে আলী হোসেনদের পরিবারের সাথে। লিখিত আপোষনামায় বলা হয়, মুদি দোকানদার আলী হোসেন পাওনা ১ হাজার টাকার জন্য ভাড়াটিয়ার বাসায় আসলে তার স্বামীর সাথে ঝগড়া হয়। এরপর তার স্বামীই তাকে ধর্ষণ মামলা করতে বাধ্য করেন। পরে স্থানীয় মাতব্বরদের নিয়ে তারা আপস করেন। এতে তার লাভ হয় ২৫ হাজার টাকা। যা শুনে বিস্মিত হয় হাইকোর্ট। সব শুনে আদালত আলী হোসেনকে জামিন দেন। দ্রুত মুক্তি দিয়ে তার বিরুদ্ধে করা ধর্ষণ মামলা নিষ্পত্তির নির্দেশও দেয়া হয়। সেই সাথে মিথ্যা ধর্ষণ মামলা করায় গৃহবধু রুম্পা বেগমের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন হাইকোর্ট।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আমিন উদ্দিন জানান, মিথ্যা মামলা বন্ধে এটি দৃষ্টান্তমূলক আদেশ। যা নারী ও শিশু নির্যাতনের মিথ্যা মামলা কমাতে ভূমিকা রাখবে।
Comments are closed.