দেলদুয়ারে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত

188

দেলদুয়ার প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার দেউলী ইনিয়নের বেতরাইলে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। দেলদুয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় জৈব কৃষি ও জৈব বালাই ব্যবস্থাপনা প্রদর্শনীর মাঠ দিবস হয়।
স্থানীয় প্রদর্শনী চাষী আবুল কাশেমের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেলদুয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় উপ-সহকারি কৃষি অফিসার আব্দুল বাসেত, দেলোয়ার হোসেন প্রমুখ।
মাঠ দিবসে স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।