দেলদুয়ারে এবার ১শ’ ৬টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে

190

সবুজ ছিদ্দিকী, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। দেলদুয়ারের পাথরাইল ও চন্ডিতে জেলার সবচেয়ে বড় ও আকষনীয় পূজা অনুষ্ঠিত হবে।
উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবার উপজেলায় ১শ’ ৬টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি মন্ডপে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়াও সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান পরিদর্শন কমিটি কাজ করবেন। এ উপলক্ষে গত (২০ সেপ্টেম্বর) দেলদুয়ার থানা ও উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথকভাবে আইনশৃঙ্খলা ও পূজা উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।
দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার শাহাদত হোসেন কবিরের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন। সভায় পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি নিয়ে সবাই সন্তোষ প্রকাশ করেন। এছাড়া প্রত্যেকটি মন্ডপে সরকারি অনুদান সুষ্ঠুভাবে বন্টনের সিদ্ধান্ত গৃহীত হয়।