দেলদুয়ারে উন্নয়ন মেলার উদ্বোধন
দেলদুয়ার প্রতিনিধি ॥
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইলের দেলদুয়ারে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) থেকে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।
সকালে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন। এরপর শোভাযাত্রার আয়োজন করা হয়। দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে সর্বস্তরের জনগণ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। উপজেলা পরিষদের সামনে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে বিভিন্ন স্টল প্রদর্শিত হচ্ছে।