দেলদুয়ারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

175

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার দেওজান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজগর (২৮) উপজেলার ওই গ্রামের মৃত মহিরুদ্দিনের ছেলে। এ সময় তার কাছ থেকে ১৬৮ পিস ইয়াবা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বুধবার (৮ এপ্রিল) সকালে র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানীর কমান্ডার আবু নাঈম মো. তালাত প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন।