দেলদুয়ারের শশীনাড়া গ্রামের ৫০টি পরিবার ঈদ পালন করলো
স্টাফ রিপোর্টার ॥
ঈদের আগেই ঈদ পালন করলো টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামের ৫০টি পরিবার। সোমবার (২ মে) সকাল ৮ টায় শুরু হওয়া ঈদের জামাতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
বিগত ২০১২ সাল থেকে সৌদিআরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ পালন করে আসছেন তারা।
সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ সোমবার (২ মে) পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। নিয়ম অনুযায়ী আগামীকাল মঙ্গলবার (৩ মে) সারাদেশে পালন করা হবে পবিত্র ঈদুল ফিতর। কিন্তু সৌদিআরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামের ৫০টি পরিবার আজ সোমবার (২ মে) উদযাপন করছেন ঈদ। বিগত ২০১২ সাল থেকে একই দিনে রোজা ও ঈদ পালন করে আসছেন গ্রামবাসীর ৫০টি পরিবার।
প্রথম দিকে মুসল্লীর সংখ্যা কম থাকলেও দিন দিন এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানালেন মসজিদের ইমাম।
Comments are closed.