দেলদুয়ারে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নরুন্দা গ্রামে সোমবার (৩ জুলাই) বিকালে স্ত্রী আলিসা বেগমকে (২৮) গলা কেটে হত্যার অভিযোগে স্বামী রাশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রাশেদ টাঙ্গাইল সদর উপজেলার পয়লা গ্রামের সোনা মিয়ার ছেলে।
দেলদুয়ার থানার পরিদর্শক সাইদ জানান, ঈদের আগের দিন আলিসা শ্বশুর বাড়ি থেকে তিন ছেলে-মেয়েকে নিয়ে বাবার বাড়ি দেলদুয়ার উপজেলার নরুন্দা পূর্বপাড়া গ্রামে আসেন। রোববার (২ জুলাই) দুপুরে আলিসার স্বামী রাশেদ এসে সেখান থেকে ছেলে ও মেয়েকে নিয়ে যান।
তিনি জানান, সোমবার (৩ জুলাই) বিকালে আলিসা তার বাবার বাড়িতে শুয়ে ছিলেন। এ সময় তার স্বামী রাশেদ বাড়িতে এসে ঘরের ভেতর ঢুকে স্ত্রী আলিসাকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ আলিসার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় এবং স্বামী রাশেদকে গ্রেপ্তার করে।