দেলদুয়ারে বিএনপি জামায়াতের নৈরাজ্য এবং অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ

91

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে বিএনপি জামায়াতের নৈরাজ্য এবং অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সদস্য, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।




দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার বজলুর রশিদ পটলুর সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের আইনজীবী পরিষদের সদস্য ব্যারিস্টার খন্দকার রেজা-ই রাকিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মোর্শেদ প্রমুখ। এ সময় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




এ সময় তারানা হালিম বলেছেন, বিএনপি সন্ত্রাসী সংগঠন। তারা শান্তিপূর্ণ আন্দোলন বলতে বলতে কখন অশান্তি আন্দোলনে নেমে যায় এর গ্যারান্টি দিতে পারে না। আমরা গতকাল দেখেছি পুলিশের ভ্যানে আক্রমণ করা, এসময় প্রায় ১৭ জন পুলিশ আহত, একজন গুরুত্বর আহত, সেই সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের অনেক নেতা নেতাকর্মী আহত হয়েছেন। অনেকেই হাসপাতলে রয়েছেন। একজনের হাতের কব্জি কেটে নিয়ে গেছে। এর চাইতে নিশংসতা আর কি হতে পারে। আপনি যে দলই করেন না কেন আপনাকে মানবিক হতে হবে।