দেলদুয়ারে পাঁচ তারকা সংস্থার ঋণ বিতরণ কর্যক্রম শুরু
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে পাচঁ তারকা সংস্থার ঋণ বিতরণ কর্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) সকালে দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের আগদেউলীতে সংস্থার প্রধান কার্যালয়ে এ ঋণ বিতরণ কার্যক্রমের অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
পাঁচ তারকা সংস্থার সভাপতি ইমরান হোসেন জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সংস্থার নির্বাহী পরিচালক আইয়ূব আলী খানের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান ই্িঞ্জনিয়ার মাহমূদুল হাসান মারুফ। বিশেষ অতিথি ছিলেন, দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক, এলাসিন টি,জে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সামাদ, পাঁচ তারকা সংস্থার কোষাধক্ষ্য সবুর মিয়া প্রমুখ। এ সময় কয়েকজন ঋণগ্রহীতাদের মধ্যে ঋণ বিতরণ করা হয়।
উল্লেখ্য, এ সংস্থাটি দীর্ঘদিন পর মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি সাময়িক অনুমোদন পেয়েছে। যার নাম্বার ২০২১০০৬৬১। পাঁচ তারকা একটি আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা। এর আগে সমাজসেবা থেকে সরকারের অনুমোদন নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে যার নাম্বার গভঃরেজি নং-ট-দে ১৭৩২/২০০৩।