দেলদুয়ারে নব-নির্মিত ব্রীজ উদ্ধোধন

149

দেলদুয়ার প্রতিনিধি ॥
টাঙ্গাইল দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়নের বারপাখিয়া এলাকায় লৌহজং নদীর উপর এলজিইডি’র বাস্তবায়নে ৫ কোটি ৫৭ লক্ষ টাকা ব্যায়ে ৭২ মিটার দৈঘ্য নব-নির্মিত ব্রীজ উদ্বোধন করা হয়েছে। সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু রোববার (৯ জুলাই) নব-নির্মিত এ ব্রীজের উদ্বোধন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, সহকারি কমিশনার প্রশান্ত বৈদ্য, উপজেলা ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাসসহ জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।