দেলদুয়ারে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) উপজেলার দেউলী ইউনিয়নের দেউলী স্কুল মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। দেলদুয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ধনিয়া ফসলের উপরে এ মাঠ দিবস হয়।
স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দেলদুয়ারের অতিরিক্ত কৃষি অফিসার এস এম রাসেদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেউলী ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আবু ইসাহাক সিদ্দিকী, উপ-সহকারি কৃষি অফিসার মেহেদী হাসান, দেলোয়ার হোসেন, ফারহানুল কবির, ইউপি সদস্য ইব্রাহিম খলিল, হেলেনা বেগম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত কৃষি অফিসার এস এম রাসেদুল হাসান বলেন, মসলা জাতীয় ফসল খুবই লাভজনক। আমরা ধনিয়ার একটি প্রর্দশনী কৃষকের মাধ্যমে বাস্তবায়ন করেছি। কৃষক এক বিঘা জমিতে ১১ হাজার টাকা খরচ করে ১৯ হাজার টাকা লাভ করেছে। এটা যদি ধান হতো তবে এতো লাভ করা সম্ভব হতো না। তাই সবার উচিত বেশি বেশি করে মসলা জাতীয় ফসল আবাদ করা। চাষী আবুল কালামকে ধনিয়া চাষ করার জন্য ধন্যবাদ।
এ সময় দেউলী ইউনিয়নের শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।