দেলদুয়ারে উৎপাদিত লেবু দেশের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে

0 116

স্টাফ রিপোর্টার ॥
প্রচন্ড গরমে দিনভড় রোজা রেখে ইফতারীতে তৃষ্ণা মেটাতে শরবতের কোন বিকল্প নেই। সেটা যদি হয় লেবু’র শরবত, তাহলে তো এর জুড়ি নেই। রাজধানী ঢাকার লেবুর চাহিদার সিংহভাগ পুরণ হয় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা থেকে। চলতি রমজান মাসে এ অঞ্চলের লেবু বিক্রির পরিমান বেড়ে গেছে। পাইকাররা কৃষকের জমি থেকে লেবু কিনে পৌছে দিচ্ছেন দেশের বিভিন্ন জেলার বাজারগুলোতে।




জানা যায়, কম খরচে অধিক মুনাফা হওয়ায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার কৃষকদের মাঝে লেবু চাষে আগ্রহ বাড়ছে। উপজেলার বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে বানিজ্যিক লেবু বাগান। এলাকার অনেকের লেবু চাষে ভাগ্য বদলের গল্প শুনে প্রবাস ফেরত যুবকরা ঝুকছেন লেবু চাষে। লেবু চাষে পরিশ্রমও অনেক কম। অনুকূল আবহাওয়ার কারণে সারাবছর লেবুর চাষ হয় এ অঞ্চলে। কৃষক ও কৃষি কর্মকর্তাদের যথাযথ পরিশ্রম ও পরিচর্যার কারণে লেবুর ফলন হয় আশাতীত। সারাবছর লেবু বিক্রি হলেও রমজান মাসে এই লেবু বিক্রি বেড়ে যায় কয়েকগুন। চলতি বছর একদিকে প্রচন্ড গরম, তার উপর রোজা। এ কারনে এ বছর অন্য বছরের তুলনায় লেবু বিক্রি বেড়েছে কয়েকগুন।




লেবু চাষীরা টিনিউজকে বলেন, এ অঞ্চলে উৎপাদিত লেবুর অধিকাংশ যাচ্ছে রাজধানী ঢাকায়। রমজানের কারণে লেবুর দামও বেশী পাওয়া যাচ্ছে। পাইকাররা জমি থেকে লেবু কিনে নিয়ে রাজধানী ঢাকার বিভিন্ন বাজারে খুচরা বিক্রি করছেন। সবমিলিয়ে লেবু চাষে বেশ লাভবান হচ্ছেন এখানকার কৃষকরা। এতে তাদের মুখে হাসি ফুটেছে। দেলদুয়ার উপজেলায় সারা বছর লেবুর ফলন পাওয়া যাওয়ায় সঠিক বাজার ব্যবস্থাপনাসহ লেবু সংরক্ষনাগার নির্মানের দাবী কৃষকদের।
দেলদুয়ার উপজেলা কৃষি অফিসার শোয়েব মাহমুদ টিনিউজকে বলেন, এ অঞ্চলে লেবু চাষ সম্প্রসারণে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখছে কৃষি বিভাগ। লেবু চাষের আধুনিক কলা কৌশলের প্রশিক্ষন প্রদান, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিনামুল্যে চারা, সার বিতরণসহ সার্বক্ষনিক প্রয়োজনীয় সহযোগীতা করা হচ্ছে কৃষি বিভাগের পক্ষ হতে।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ