দেলদুয়ারে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
দেলদুয়ার প্রতিনিধি ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় চলতি মৌসুমে সরকারীভাবে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শোয়েব মাহমুদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার তৈয়বা আক্তারসহ আমন্ত্রিত ব্যক্তিবর্গ ও কৃষকরা উপস্থিত ছিলেন।