দূর্গাপুজা উপলক্ষে ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান

263

20স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রনদা প্রসাদ সাহার বাড়িতে চার শতধিক বছর যাবৎ শারদীয়া দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। পুজা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় মন্ডপে ভারতেশ্বরী হোমস্রে ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরতী পরিবেশন করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় “মা দূর্গার মহিষাসুর বধ”শীর্ষক গীতি নৃত্য নাট্য অলেখ্য পরিবেশন করেন ভারতেশ্বরী হোমস্রে ছাত্রীরা। এতে দূর্গা দেবীর আভির্ভাব থেকে শুরু করে মহিষাসুর বধ দেখানো হয়। এছাড়াও হোমস্রে ছাত্রীরা আরতী পরিবেশন করে।21
অনুষ্ঠানে দানবীর রনদা প্রসাদ সাহার ছেলে রাজিব প্রসাদ সাহা, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।