দুদকের মামলা মাথায় নিয়ে কালিহাতীর ইউএনও বদলি

344

কালিহাতী প্রতিনিধি।।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। সরকারী অর্থ আত্মসাৎ ও লুটপাটের অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণায়লের নির্দেশে ঢাকা বিভাগীয় কমিশনার তাকে ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় বদলি করেন। টাঙ্গাইল জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন সাংবাদিকদের এ বদলির সত্যতা নিশ্চিত করেছে।

আবু নাসার উদ্দিন ইউএনও হিসেবে পদোন্নতি পেয়ে কালিহাতীতে ২০১৫ সালে প্রথম যোগদান করেন। ২০১৫-১৬ অর্থ বছরের টি আর,কাবিখার পৌনে ২ কোটি টাকার অনিয়ম ও লুটপাটের অভিযোগে দেশের প্রথম শ্রেণীর জাতীয় ও স্থানীয় পত্র-পত্রিকা, বে-সরকারী টেলিভিশন চ্যানেল, অনলাইন নিউজ পোর্টালে সচিত্র প্রতিবেদন প্রকাশ হওয়ায় উক্ত কর্মকর্তা ব্যাপক সমালোচিত হন। সরকারী অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগের বিচার মোঃ জাহাঙ্গীর আলম নামের জনৈক টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা বাদী হয়ে দূনীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর ২০১৬ সালের ২৬ অক্টোবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে দুদকের সমন্বিত টাঙ্গাইল জেলা কার্যালয় ২০১৬ সালের ২৫ জুলাই থেকে তদন্ত কার্যক্রম শুরু করেন। টিআর-কাবিখার ১৪৫টি প্রকল্পের মধ্যে চলতি বছরের ১৬ আগস্ট ৬টি,১৭ আগস্ট ৬টি,২২আগস্ট ৬টি ও ২৩ আগস্ট ৬টি প্রকল্পসহ মোট ২৪টি প্রকল্প সরেজমিনে তদন্ত করেন। বিষয়টি নিয়ে টাঙ্গাইল তথা সারাদেশে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এর মধ্যে ২০১৫-১৬ অর্থ বছরের এডিপির বিশেষ বরাদ্দের ৭৫ লক্ষ টাকা বিতরণে চরম অনিয়ম ও লুটপাটের অভিযোগ ওঠে। বিভিন্ন পত্র-পত্রিকায় এডিপির বিশেষ বরাদ্দের অনিয়ম সংবাদ প্রকাশিত হওয়ার পর জনৈক সাংবাদিক আবু তাহের বাদী হয়ে চলতি বছরের ২০ সেপ্টেম্বর দুদক চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। একটি নির্ভরশীল সূত্রে জানা গেছে, এসকল লিখিত অভিযোগ ও পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদের জের ধরেই উক্ত আবু নাসার উদ্দিনকে সংশ্লিষ্ট্য কর্তৃপক্ষ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় শাস্তিমূলক বদলি করা হয়েছে।
এ দিকে রবিবার (১৫ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিনকে বিদায় সংবর্ধনা জানায় অফিসার ক্লাব, উপজেলা পরিষদ কালিহাতী, কালিহাতী সাধারণ পাঠাগার।