দিনভর ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ধীর গতিতে যানবাহন চলাচল

190

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে শনিবার (২১ অক্টোবর) ভোর থেকে সৃষ্ট যানজটের কারণে সারাদিন ধীর গতিতে যানবাহন চলাচল করেছে। মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে মির্জাপুরের সোহাগপুর পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার এবং টাঙ্গাইলের এলেঙ্গা থেকে করটিয়া পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারি রয়েছে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত) আহারুজ্জামান মিয়া টিনিউজকে জানান, ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দ, সৃষ্ট গর্ত, টানা ভারি বৃষ্টিপাত এবং একই সঙ্গে চলছে চার লেন তৈরির খোঁড়াখুঁড়ির কাজ। এছাড়া দৌলদিয়া-পাটুরিয়া ফেরীঘাট বন্ধ থাকার কারণে এ মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এতে শনিবার (২১ অক্টোবর) ভোররাত থেকে শুরু হয় যানজটের। রাস্তা পার হতে সময় লেগেছে দ্বিগুণেরও বেশি সময়। এতে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। এ কারণে যানজট সৃষ্টি হয়।
এদিকে মির্জাপুর গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারি টিনিউজকে জানান, মির্জাপুর ক্যাডেট কলেজের সামনে এবং পৌলি ব্রীজ এলাকায় নির্মানাধীন রাস্তা ক্ষতিগ্রস্থ হওয়ায় এ মহাসড়কে সারাদিন যানবাহন ধীরগতিতে চলাচল করেছে। তবে হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।