দিঘুলিয়া শহীদ মিজানুর ফুটবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

92

ক্রীড়া প্রতিবেদক ॥
দিঘুলিয়া শহীদ মিজানুর ফুটবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে দুই দিন ব্যাপী টাঙ্গাইল স্টেডিয়ামে দিঘুলিয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ১৮ ও ১৯ আয়োজনে দিঘুলিয়া শহীদ মিজানুর ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টে সাবেক ১৩টি এসএসসি ব্যাচের ছাত্ররা অংশ গ্রহন করে।




সকালে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টুর সাথে উদ্বোধনের সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য ভ্রমর চন্দ্র ঘোষ ও বজলুর রহমান। শহীদ মিজানুর ফুটবল চ্যাম্পিয়নশীপে অংশগ্রহনকারী দলগুলো হলো “ক” গ্রুপে অসমাপ্ত ১৬, প্রকৃত ১৪, নির্বাণ ২২ ও নির্ভীক ২৩। “খ” গ্রুপে বিজয় ১২, সৃজনশীল ১৫ ও বারুদ ২০। “গ” গ্রুপে গোল্ডেন ৯০, বীর ১৯ ও অনির্বান। “ঘ” গ্রুপে বিস্ময় ০৬, আজাদ, আভাস ১৮ও নির্ভয় ২১ । সকালে উদ্বোধনী খেলায় বীর ১৯ ফুটবল দল (২-০) গোলে গোল্ডেন ৯০ দশককে পরাজিত করে। দ্বিতীয় খেলায় আভাস ফুটবল দল (৩-০) গোলে বিস্ময় ২০০৬ ফুটবল দলকে পরাজিত করেছে।




টুর্নামেন্টের শেষ দিন ১৬ সেপ্টেম্বর বিকেলে ফাইনাল খেলা শেষে টাঙ্গাইল সদরের সংসদ সদস্য ছানোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করবেন। শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সভাপতি মির্জা মঈনুল হোসেন লিণ্টুর সভাপতিত্বে আরো উপস্থিত থাকবেন, দিঘুলিয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, জাতীয় পার্টির জেলার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক ও টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ।