দানবীর রণদা প্রসাদ সাহার কনিষ্ঠ জামাত ডা. বিষ্ণুপদ পতির পরলোগমন

178

স্টাফ রিপোর্টার, মির্জাপুরঃ
কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহার কনিষ্ঠ জামাতা ও কুমুদিনী হাসপাতালের প্রাক্তন মেডিকেল সুপারেন্টেন্ড ডা. বিষ্ণুপদ পতি পরলোক গমন করেছেন। ২১ জুলাই লন্ডন সময় ১১.২৫ মিনিট এবং ২২ জুলাই বাংলাদেশ সময় ভোর ৫.২৫ মিনিটে লন্ডনের বারনেট হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
ডা. বিষ্ণুপদ পতি ভারতের মেদিনীপুর জেলার তমলুকে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম স্বর্গীয় রাখাল চন্দ্র পতি। তিনি কলকাতার আর জি কর মেডিকলে কলেজ থেকে চিকিৎসা শাস্ত্রে ¯œাতক ও যুক্তরাজ্য থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।
ডা. বিষ্ণুপদ পতি ২০০০ সালে তিনি কুমুদিনী হাসপাতাল থেকে অবসর জীবনে গেলে লন্ডনে বসবাস শুরু করেন।
মৃত্যুকালে তিনি পুত্র মহাবীর পতি ও কন্যা ঝুমুর পতিসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে ডা. বিষ্ণুপদ পতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপক রাজীব প্রসাদ সাহা ও পরিচালক শিক্ষা একুশে পদপ্রাপ্ত ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দী। উল্লেখ ২০১৬ সালের ৯ ডিসেম্বর দানবীর রণদা প্রসাদ সাহার কনিষ্ঠ কন্যা ও ডা. বিষ্ণুপদ পতির স্ত্রী জয়াপতি লন্ডনে পরলোকগমন করেন।